ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৪, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কর্মমুখী মানুষের উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পর ছুটি শেষ হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় কর্মে যোগদান করতে ঘর ছেড়েছেন এসব মানুষ। 

প্রতিটি ফেরি ও লঞ্চ শত শত মানুষের ভিড় নিয়ে পার হচ্ছে। ঝুঁকি নিয়ে যে যার মত পারছে সেভাবেই ফেরিগুলতে উঠতে ভিড় জমাচ্ছে।  

তবে পদ্মা সেতু দিয়ে অধিকাংশ মানুষ যাতায়াত করবার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের চাপ কমেছে। কমেছে যানবাহনের দীর্ঘ যানজটও। ভোগান্তি কমেছে এ পথে যাতায়াতকারী মানুষের।

বিগত কয়েকবছর এ নৌরুটে নদী পার হওয়া মানুষের যে ভোগান্তি হত এখন সেই চিরচেনা যানজট ও দুর্ভোগ নেই বললেই চলে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কয়েকগুণ ভাড়া নেওয়ার অভিযোগ এখনও রয়েছে বলে জানান যাত্রীরা।

এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষ হওয়ায় কাজে যোগদান করতে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। আগামী আরো ৪ থেকে ৫ দিন মানুষের চাপ থাকবে। তবে ফেরির সংখ্যা বেশি রয়েছে, এতে কোন ধরনের সমস্যা হবেনা যাত্রী ও যানবাহন চালকদের। আজ এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি