দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধি
প্রকাশিত : ১৪:১৮, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩২, ৫ জুন ২০১৭

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ করে দেন। ফলে পহেলা জুন থেকে এক চুলার জন্য ৯০০ ও দুই চুলার জন্য গ্যাসের মুল্য দাঁড়ালো ৯৫০ টাকা।
গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি’র ওই সিদ্ধান্ত অনুসারে গত পহেলা মার্চ থেকে এক চুলার জন্য গ্যাসের দাম ৬০০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়। এটি পহেলা জুনে বেড়ে গিয়ে দাঁড়ায় ৯০০ টাকায়। আর দুই চুলার জন্য ৬৫০ টাকা থেকে বেড়ে পহেলা মার্চ হয়েছে ৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ টাকায়।
অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হয়েছে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। মার্চ এ দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন ক্যাবের কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।
এ আবেদনের শুনানি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারির আদেশে পহেলা জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি ছয়মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে বিইআরসি আপিল করলে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন