ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ : হাই কোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:২১, ৩০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চলতি বছর দ্বিতীয় ধাপে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম দেড়শ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

গত ফেব্রুয়ারি মাসে হাই কোর্টের দেওয়া রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেয়।

রায়ে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ১ জুন থেকে গৃহস্থালী সংযোগে এক চুলার মাসিক বিল ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করার যে সিদ্ধান্ত কার্যকর করেছে, তা অবৈধ।

আগামী ১ আগস্ট থেকে কর্তৃপক্ষ আর ওই বাড়তি হারে বিল আদায় করতে পারবে না। তার আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সবাইকে জানাতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। 

তবে গত জুন থেকে বাড়তি হারে যে বিল গ্রাহকরা দিয়ে আসছেন, তা গ্রাহকরা আর ফেরত পাবেন না বলে রিটকারীপক্ষের আইনজীবী সুব্রত চৌধুরী জানিয়েছেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি