ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ভিওএ জরিপ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগের চেয়ে ‘খারাপ করছে’ অন্তর্বর্তী সরকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এর পর থেকে একের পর এক ভয়াবহ পরিস্থিতি সামল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে জনমনে। তেমনটাই যেন ফুটে উঠলো ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক জরিপে।

জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে অথবা পরিস্থিতি অপরিবর্তিত আছে।

জরিপে আরও দেখা গেছে, ৪৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেল-এর মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ পারফর্ম করেছে। এক-চতুর্থাংশের কম উত্তরদাতা অর্থাৎ ২৩.৮ শতাংশ মনে করেন বর্তমান সরকার আগের সরকারের তুলনায় ভালো করছে। ৩০.৮ শতাংশ মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে।

জরিপে এক হাজার উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। মূল্যস্ফীতি নিয়ে নারী এবং পুরুষ উত্তরদাতাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ করা গেছে।

পুরুষ উত্তরদাতাদের ৩১.৩ শতাংশ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে। অপরদিকে, নারী উত্তরদাতাদের মাত্র ১৬.৩ শতাংশ মনে করেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে ভাল করছে।

নারীদের একটি বড় অংশ ৪১.২ শতাংশ মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে, কিন্তু পুরুষ উত্তরদাতাদের মাত্র ২০.৩ শতাংশ তাই মনে করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি