ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ধর্মঘট প্রত্যাহার, কাজে ফিরেছেন ওসমানীর ইন্টার্নরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৪ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:১২, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কর্তৃপক্ষের আশ্বাসে তিন দিন পর ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ চালিয়ে আসছিলেন।

পুলিশ হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করায় এবং কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় বৃহস্পতিবার ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা। 

বিক্ষোভকারীরা সাত দিনের সময় দিয়েছেন, এর মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। 

রোববার রাতে এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের ঝগড়া দিয়ে ঘটনার সূত্রপাত। পুলিশ ও কলেজের শিক্ষার্থীরা জানান, ওই রাতে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনরা দায়িত্বে থাকা এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে ঢুকে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে একদল ‘বহিরাগত’। তাদের পিটুনিতে আহত হন তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র নাথ এবং শেষ বর্ষের নাইমুর রহমান ইমন।

এর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মেডিকেলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি