ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার ৪

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ের রামরাবন এলাকায় ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধামরাই থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে রামরাবন এলাকায় শান্তি মনি দাস নামে এক নারীর বাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে। পরে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের গুজব ছড়ানো হয়।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ২২ জানুয়ারি ধামরাই থানায় লিখিত অভিযোগ করলে মামলা নেয় পুলিশ। তদন্তের একপর্যায়ে চারজনের সম্পৃক্ততার প্রমাণ পায় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে। তদন্ত চলছে, গুজব ছড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি