ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নওগাঁয় বিদেশী পিস্তল-শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১ ডিসেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুর উপজেলার চাতুনতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, শুটারগান ও গুলিসহ আইনুর ইসলাম (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। 

এই ঘটনায় বুধবার দুপুরে মহাদেবপুর থানায় অস্ত্র আইনের মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে মহাদেবপুর উপজেলার ছাতুনতলী বাজারে আইনুর নিজের কাছে রাখা অস্ত্র বিক্রি করার চেষ্টা করে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। 

পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অস্ত্র কেনা-বেচা করে আসছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। 

এই ঘটনায় অস্ত্রসহ তাকে মহাদেবপুর থানায় সোর্পদ করে একটি মামলা দায়ের করা হয়।

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় বুধবার দুপুরে আইনুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি