ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

নওগাঁয় মিলেছে নতুন কয়লা খনির সন্ধান

প্রকাশিত : ০৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

নতুন কয়লা খনির সন্ধান মিলেছে দেশের উত্তর-পশ্চিমের জেলা নওগাঁয়। বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি খনির অবস্থান চিহ্নিত করেছে। এদিকে, নতুন খনির খোঁজ পাওয়ার পর, সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ে নেমেছেন জিএসবি কর্মকর্তারা। সবশেষ নওগাঁর দীঘিপাড়া কয়লা খনির পর, এবার বদলগাছীর তাজপুরে নতুন খনির খোঁজ পেলো ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি। এরইমধ্যে, সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ে, কূপ খননের কাজেও নেমেছে, দপ্তরের একটি অনুসন্ধানী দল। প্রথম তিন মাস কুপ খনন করে চালানো হবে, খনিজ সম্পদের অনুসন্ধান কাজ। আর তারই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে সেখানে। নতুন খনিতে পাললিক শিলার পুরুত্ব অনেক বেশি। তাই কয়লার সঙ্গে, সাদা মাটি আর মিথেন গ্যাসসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন, তারা। প্রয়োজনীয় যন্ত্রাংশ আনার পর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে খনন কাজ উদ্বোধনের আশা করছেন, এর সাথে সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি