ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক লার্নিং সেন্টার চালু

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:১৩, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)’র বিভিন্ন বিভাগের ১৫০ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) প্রশিক্ষণ শুরু হয়েছে। মাসব্যাপী এ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ইউএন ওমেন এর ‘এমপাওয়ারড ওমেন পিসফুল কমিউনিটিস প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর বিভিন্ন বিভাগের ১৫০ জন নারী শিক্ষার্থী এ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে উদ্যোক্তা হওয়ার জ্ঞান এবং বিভিন্ন কৌশল অর্জনের উপর এই প্রশিক্ষণের সুযোগ পাবে ।

এই প্রশিক্ষণগুলোতে নারী শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতা, অর্জন ও ব্যর্থতাগুলোর পর্যালোচনাসহ কিভাবে একজন সামাজিক উদ্যোক্তা সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে তা জানতে পারবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করবে এবং সমাধানের জন্য সৃষ্টিশীল ও বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরি করবে।

উল্লেখ্য, গত ১২ আগষ্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
‘এমপাওয়ারড ওমেন, পিসফুল কমিউনিটিস প্রকল্পের লোকাল ফ্যাসিলেটর জাককানইবি’র লোক-প্রশাসন বিভাগের প্রভাষক অলিউল্লাহ জানান, এই প্রকল্পের আওতায় নারী শিক্ষার্থী সামাজিক উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ব্রতী হবে।

কেআই// আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি