ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নতুন ওটিটি প্ল্যাটফর্ম `দীপ্ত প্লে` আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ২৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ সাত বছর ধরে দীপ্ত টিভি তার সফলতার ধারা অব্যাহত রেখেছে। চ্যানেলটির বেশির ভাগ আয়োজনই সব শ্রেণির দর্শকের পছন্দের তালিকায়। চ্যনেলটির সাথে এবার যুক্ত হচ্ছে নতুন কিছু। ২৮ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম 'দীপ্ত প্লে'।

'কেমন অনুষ্ঠান নিয়ে আসছে দীপ্ত প্লে?' এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি গণমাধ্যম মুখপাত্র জাকিয়া সুলতানা বলেন, 'এটি মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে এখানে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া ছোটগল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশি ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে।

জানা যায়, এই প্ল্যাটফর্মে মৌলিক সিনেমা আর ওয়েবসিরিজ ছাড়াও থাকবে দীপ্ত টিভির সমস্ত জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ ধারাবাহিক থেকে বিভিন্ন ডাবিং সিরিয়াল দর্শকরা দেখতে পাবেন। সাবসক্রিপশনের মাধ্যমে এ অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।

দীপ্ত কর্তৃপক্ষ জানায়, গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। দেশে ও দেশের বাইরে থাকা বাংলা দর্শকের জন্য হাজারেরও বেশি বাংলা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি