ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

নতুন বাজেট সংসদে পেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ নির্ধারণ কওে ৪ লাখ ২৬৬ কোটি টাকার নতুন বাজেট সংসদে পেশ করছে অর্থমন্ত্রী। এই নবাজেটে সরকারের আয়ের লক্ষ্য ২ লাখ ৯৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে ১ লাখ কোটি টাকার বেশী ঘাটতি থাকবে যার বড় অংশ অর্থমন্ত্রী আবারো মেটাবেন স্থানীয়ভাবে ধারদেনা করে।
সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেয়া হয় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ও অর্থবিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে আসেন। অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকা খরচের নতুন বাজেট দেন। ২ লাখ ৯৩ হাজার কোটি টাকা আয় এবং বাকি ১ লাখ ৯ হাজার কোটি টাকার ঘাটতি কথাও আসে তার বাজেট বক্তৃতায়।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের মূলবাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা এবং পরে সংশোধিত আকার থেকে ৮৪ হাজার কোটি টাকা বেশী নতুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী আগামী বাজেটে ৫০ হাজার কোটি টাকা বেশী আয়ের লক্ষ্য ঠিক করেছেন। আর এবারই বাজেটে ঘাটতি ছাড়িয়েছে লাখ কোটি টাকার ওপরে।
বেতন-ভাতাসহ দেশ পরিচালনার খরচ মেটাতে অর্থমন্ত্রীকে যথারীতি অনুন্নয়ন রাজস্বখাতে ২ লাখ ৩৬ হাজার কোটি ব্যয় ধরেছেন। আর রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে দেড় লাখ টাকার ওপরে খরচ করবেন অর্থমন্ত্রী।  সহ¯্রাধিক উন্নয়ন প্রকল্পের পেছনে এ টাকা খরচ হলেও এবার ২০ শতাংশের বেশী খরচ হবে রূপপুর পারমানবিক প্রকল্প, পদ্মসেতু ও সংযোগ সড়ক, মেট্রোরেল, কর্নফুলী ট্যানেলসহ ৯টি বৃহৎপ্রকল্প। সেসব নিজের স্বপ্নের কথাও জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে ২ লাখ ৯৩ হাজার কোটি টাকার আয়ের মধ্যে এনবিআরের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা দেন। এনবিআর বহির্ভুত কর থেকে ১১ হাজার কোটি টাকা, কর ব্যতিত প্রাপ্তি ৩২ হাজার কোটি এবং ৬ হাজার কোটি টাকা আয় ধরে হিসেব দিলেও কথা বলেন বহুল আলোচিত ভ্যাট নিয়ে।
নতুন বাজেটে ঘাটতি লাখ কোটি টাকা ছাড়াচ্ছে, সেইসঙ্গে ঘাটতির সহনশীল হার জিডিপির ৫ শতাংশও ছাড়িয়েছে। অর্থমন্ত্রী আবারো  বেশী সুদের অভ্যন্তরিণ উৎস থেকেই সর্বোচ্চ ৬০ হাজার কোটি সংগ্রহ করবেন। তারপরও স্বল্পসুদের ৫০ হাজার কোটি বিদেশী ঋনের স্বপ্নও রেখেছেন বাজেটে যা জোগাড় সম্ভব হয়নি বেশ কয়েক বছর। সঞ্চয়পত্র চড়াসুদের হলেও নির্ভরশীল মানুষ কথা ভেবেই তা রেখেছেন অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরের ২০ লাখ কোটি টাকা মোট দেশজ উৎপাদন, জিডিপি লক্ষ্য থেকে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে আগামী অর্থবছরে অর্থমন্ত্রী জিডিপি আশা করছেন ২২ লাখ কোটি টাকা।





Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি