ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নবান্ন উৎসব উপলক্ষে পঞ্চগড়ে ঘোড় দৌঁড় প্রতিযোগিতা

প্রকাশিত : ১৪:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নবান্ন উৎসব উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ঘোড়সওয়ারীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে ভীড় করেন কয়েক হাজার দর্শক। হেমন্তের পড়ন্ত বিকেল। বিস্তীর্ণ ফাঁকা মাঠে হাজার হাজার দর্শকের ভীড়। নানা প্রান্ত থেকে ঘোড়া নিয়ে এসেছেন প্রতিযোগিরা। ঘোড়ার ক্ষুরের ধ্বনি আর দর্শকদের হাততালিতে মুখরিত পুরো মাঠ। নবান্ন উৎসব উপলক্ষে দেবীগঞ্জের বিনয়পুর সেনপাড়ার স্থানীয়রা আয়োজন করে এই প্রতিযোগিতার। অনেক দিন পর ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় দেখে খুশি দর্শকরা। ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানান প্রতিযোগী ও আয়োজকরা। প্রতি বছরই এই ধরনের আনন্দ আয়োজন করা হবে বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে দেয়া হয় নগদ অর্থ পুরস্কার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি