ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর):

প্রকাশিত : ২০:৫০, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৫১, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী নারীদের আয়োজনে ফাদার কালো মেনাপেচ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৮ ইং এর চুড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. পারুল বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা অভিদিও লাকড়া ফাদার ইনচার্জ খিদিরপুর, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার ধরো,ইউপি সদস্য রিয়াজ উদ্দিন , উত্তর বঙ্গ আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলবেরিকুশ খালকো, জয়পুর হাট সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৃতি রানী সরকার ।

ধারাভাষ্যকার হিসাবে ওমল এক্যা, রুমল তিক্যা, সন্তোষ লাকড়া , মন্টু তিক্কি প্রমুখ। চুড়ান্ত খেলায় খিদিরপুর বনাম আজলাবাদ আদিবাসী যুবসংঘ এতে আদিবাসী যুবসংঘ আজলাবাদ ২-০ গোলে খিদিরপুর কে পরাজিত করে। বিজয়ী দলকে গরু ও পরাজিত দলকে খাসি প্রদান করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি