ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

নব্য জেএমবি’র অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী বড় মিজান ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত : ১৯:১৩, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৩, ৫ মার্চ ২০১৭

নব্য জেএমবি’র অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী বড় মিজানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। রাজধানীর দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত ১ মার্চ বড় মিজানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে বড় মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বড় মিজানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় নব্য জেএমবি’র আধ্যাত্মিক গুরু আবুল কাশেম।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি