নরসিংদীতে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ১৯:৫৩, ১ নভেম্বর ২০২৫
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় মনিরা বেগম নামে এক নারী আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।
নরসিংদীর চরসুবুদ্ধিতে আপন চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে খুন হয় হরুণ মিয়া ওরফে হুরা মিয়া ও শাকিল মিয়া।
নিহতের স্বজনরা জানায়, হুরা মিয়া ও শাকিলের বাবা মৃত আবু তাহের দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ’ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিলেন। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।
আজ শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে, নিহতদের মরদেহ রাখা হয়েছে নরসিংদী সদর হাসপাতালের মর্গে।
হত্যার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন










