ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নরসিংদীর শহরে মেঘনা নদীর তীরে চলছে ঐতিহ্যবাহী বাউল মেলা

প্রকাশিত : ১০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নরসিংদীর শহরে মেঘনা নদীর তীরে চলছে ঐতিহ্যবাহী বাউল মেলা। দেবতা ব্রহ্মার পূজা মহাযজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় যোগ দিতে আসেন কয়েক শ’ বাউল সাধক। মঙ্গল আলোকে বাদ্যযন্ত্রের তালে তালে চলছে মানবধর্মের বন্দনা। শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাটের পাশে শ্রী শ্রী বাউল ঠাকুরের আখড়া ধামে উদাসি টানে দলে দলে ছুটে এসেছেন ভক্তরা। মিলন ঘটেছে নানা ধর্ম-বর্ণের মানুষের। খোল, করতাল, বেহালার সুরে চলে বাউল সঙ্গীত। পুঁথিতে লিপিবদ্ধ নেই এসব সঙ্গীত। গুরুর কাছ থেকে আরাধনা করে এই গান আয়ত্ত্বের ক্ষমতা অর্জন করেন শিষ্যরা। বাদ্যযন্ত্রের তালে তালে মানুষকে ভালোবেসে পরমেশ্বরকে খুঁজে পেতে চান সংসারত্যাগী বাউল সাধকরা। প্রায় ৭শ বছর ধরে মাঘী পুর্ণিমা তিথীতে সপ্তাহব্যাপী বাউল মেলার আয়োজন করা হয়। সাতদিনের বাউল মেলার শেষ হচ্ছে আজ মধ্য রাতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি