ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২১:০২, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল মাহমুদ (২৪)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের,রোড নম্বর ১-এর ১৯৩ নম্বর বাসা থেকে সজলের মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল আলম গণমাধ্যমকে জানান, গলায় ফাঁস দিয়ে সজল নামে যুবক আত্মহত্যা করেছে এমন খবরে ওই বাসার ষষ্ঠ তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি হত্যা তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে ।

কেআই/ডব্লিউিএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি