ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

নাইজেরিয়ার কারাগার থেকে পালালো ১৮ শতাধিক বন্দী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি কারাগারে সশস্ত্র বন্দুকধারীদের হামলার ঘটনায় ১৮শরও বেশি কারাবন্দী পালিয়ে গেছে। সোমবার (৫ এপ্রিল) এ তথ্য জানায় দেশটির কর্তৃপক্ষ।

কারেকশান্স কম্পট্রোলার জেনারেল অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইমো রাজ্যের ওয়েরি কারাগারে ঢোকার মুখে অজ্ঞাত হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে। এ সময়ে গার্ডদের সাথে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়।

ঠিক কতজন বন্দী পালিয়েছে, তার সঠিক সংখ্যা উল্লেখ না করে কারা মুখপাত্র জেমস মাদুগবা জানান, ওয়েরি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। -বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি