ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪

নাটোরে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ২২ মে ২০২৪

নাটোরে জাল টাকাসহ মোছাঃ লাবনী আক্তার রিমু (২০) ও মোঃ রিপন (৩৩) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে অভিযান চালিয়ে হাজার ও পাঁচশ’ টাকার ৩৬টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। 

লাবনী আক্তার রিমু ও রিপন সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকায়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র‌্যাব-৫র একটি দল। অভিযানকালে কাগজি একহাজার টাকার ১২টি জাল নোট এবং ৫শ’ টাকার ২৪টি জাল নোট উদ্ধার করা হয়। এসময় রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকায় শহিদুল ইসলামের ছেলে মোঃ রিপন ও তার স্ত্রী মোছাঃ লাবনী আক্তার রিমুকে আটক করা হয়।

র‌্যাব-৫র কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি