ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি ও একপি পিস্তলের কভার উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে এই অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী।

এহিয়া চৌধুরী কানাইখালী মহল্লার মৃত সোয়দার চৌধুরী ওরফে আঁখি চৌধুরীর ছেলে। 

নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে মেজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে।

অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি