ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২২

নাটোরের লালপুর থেকে পারভেজ মোশারফ (২৪), শাহিনুর (২৩) ও শাকিল আহমেদ (২২) নামে ইমো হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। চক্রের ওই তিন সদস্য রাস্তার ওপর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় গ্রেপ্তার হন। 

গ্রেপ্তারকৃত পারভেজ মোশারফ লালপুর উপজেলার রহিমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে, শাহিনুর উদনপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও শাকিল আহমেদ রহিমপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমো হ্যাকার চক্রের অবস্থান জানতে পেরে বৃহস্পতিবার রাত ১টার দিকে লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। চক্রের কয়েকজন সদস্য রাস্তার ওপর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় তিন হ্যাকারকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪টি সিম কার্ড ও ২টি মোবাইল জব্দ করা হয়। 

এঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি