ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নাম তার ফাতেমা, ছোটমণি নিবাসে অলৌকিক কন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত হন মা। মৃত মায়ের গর্ভ থেকে পেট ফেটে জন্ম নেয় নবজাতক। এ যেনো অলৌকিক ঘটনা। যা নাড়া দেয় সবার হৃদয়। সব হারিয়ে যে শিশু এসেছে পৃথিবীতে এবার তার ঠাঁই হয়েছে ছোটমণি নিবাসে। নাম রাখা হয়েছে ফাতেমা।

শুক্রবার সকাল ১০টায় তাকে আজিমপুর ছোটমণি নিবাসে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, শিশুকল্যাণ বোর্ডের সভায় বোর্ড সদস্য ও পরিবারের সদস্যদের সম্মতিতে তার নাম রাখা হয়েছে। এছাড়া শিশুটি ছোটমণি নিবাসে পাঁচ থেকে ছয় মাস থাকার পর তার দাদা-দাদির কাছে ফিরিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবজাতকের দাদা মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “তাকে প্রশাসনের তত্ত্বাবধানে আগামী পাঁচ থেকে ছয় মাস শিশু নিবাসে রাখা হবে। যে কোনো সময় আমি অবিভাবক হিসেবে তাকে দেখতে যেতে পারবো। আমার বাড়ির পরিবেশ ভালো না থাকায় ডিসি বলেছেন আমার বাড়িতে দুই কক্ষের একটি ঘর করে দেবেন। এরপর তাকে বাড়ি নিয়ে আসা হবে।”

গত ১৬ জুলাই বিকেল পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। এ সময় মালবাহী ট্রাকের একটি চাকা ওই অন্তঃসত্ত্বা নারীর বুকের উপর দিয়ে চলে গেলে পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয় এক কন্যা সন্তান। এরপর এই নবজাতকের পাশে দাঁড়ায় জেলা প্রশাসন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি