ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র মনোনয়নে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা

প্রকাশিত : ১১:৫৩, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৩, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। ভোট-যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী আইভী নিজেও। এদিকে, দল থেকে আরো একজন মনোনয়ন চাইলেও তা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি। সেলিনা হায়াত আইভীর মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিতের পর নারায়ণগঞ্জে তার বাসভবন ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা। নগরীর ২ নম্বর রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আইভী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয়ভাবে আইভী মনোনয়ন পাওয়ায় দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন জেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় প্রতীকের প্রথম নির্বাচনে সেলিনা হায়াত আইভী মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া। এদিকে, আইভীকে মনোনয়ন দেয়ায় কেন্দ্রীয় নেতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি