ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২০ মে ২০২৫ | আপডেট: ১২:১০, ২০ মে ২০২৫

Ekushey Television Ltd.

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। এতে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার প্রেক্ষিতেই সোমবার দিবাগত রাত আড়াইটায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবলকে গ্রেফতার করা হয়।

এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে ২০২৩ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান  ‘সা রে গা মে’ দিয়ে পরিচিত পান বাংলাদেশি এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। 

এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হয়ে নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন। 

এএইচ

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি