ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নার্সকে উত্যক্ত করায় যুবককে ৩ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ৭ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কর্মরত এক নার্সকে উত্যক্ত করায় এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন এ দণ্ড প্রদান করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের আজিজুর রহমান (৩০) হাসপাতালের এক নার্সকে উত্যক্ত করার অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত আজিজুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে দোষ স্বীকার করে এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, আজিজুর রহমানের সঙ্গে ওই নার্সের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু পরবর্তীতে অন্যত্র বিয়ে হওয়ায় তাকে লাগাতার উত্ত্যক্ত করে আসছিল আজিজুর রহমান। একইভাবে সোমবারেও উত্যক্ত করার সময় তাকে আটক করা হয়। 

ভবিষ্যতে এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড যেন না হয় এবং জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি