ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নায়করাজের মৃত্যুতে তিনদিনের শুটিং বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২২ আগস্ট ২০১৭

নায়করাজের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্রাঙ্গন। কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুতে তিনদিনের জন্য শুটিং বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

সোমবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারাদেশে। শেষবারের মতো নায়করাজকে দেখতে ও পরিবারের প্রতি সহর্মর্মীতায় হাসপাতালে ছুটে যান চিত্রনায়ক আলমগীর, গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা অঞ্জনা, ওমর সানি-মৌসুমী, ফেরদৌস, শাকিব খান, জায়েদ খান, সাইমনসহ আরও অনেকে।

নায়করাজের মৃত্যু সংবাদ পাওয়ার পরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকার মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। তার সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

নায়করাজ দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, উচ্চ রক্তচাপ ও উচ্চমাত্রার ডায়াবেটিসে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি