ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মাদুরো যেখানে বন্দী, সেখানে তার ব্যবস্থাপনা নিয়ে সমস্যা রয়েছে- কর্মীর সংখ্যাও কম। সহিংসতা এবং নিয়ন্ত্রণের অভাব নিয়েও সমস্যা রয়েছে।

এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

এরপর মাদুরোকে তুলে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, 'মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব ছিল না।'

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ বা তার নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সম্ভাব্য হামলা আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি