ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নিউইয়র্কে কেভিডে প্রবাসীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২১ অক্টোবর ২০২২

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক বাংলাদেশি মঙ্গলবার (১৮ অক্টোবর) মারা গেছেন। 

বছর খানেকের মধ্যে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। 

১৯ অক্টোবর বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ক্যান্সারে আক্রান্ত থাকাবস্থায়ই কোভিডে আক্রান্ত হয়েছিলেন হুরুন্নাহার। এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। 

মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামের সন্তান এবং নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী হুরুন্নাহারের মৃত্যুতে কম্যুনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে। তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ পুরো আমেরিকায় ১২ শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি