ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ, আলোচনায় মামদানি

একুশে ডেস্ক

প্রকাশিত : ০৯:২৪, ৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শহর নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচন আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দৃষ্টিতে পড়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এ সিটি নির্বাচন। তবে আগাম ভোট শুরু হয়েছে আগেই। 

এরই মধ্যে জরিপে এগিয়ে আছে তরুণ নেতৃত্বদেয়া মুসলিম আমেরিকান জোহরান মামদানি। যদি তিনি জেতেন, তবে তিনি হবেন ১০০ বছরের মধ্যে শহরের সর্বকনিষ্ঠ প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। হয়ে উঠতে পারেন ট্রাম্পের প্রতিদন্দ্বীও। 

বর্তমান মেয়র এরিক অ্যাডামসের উত্তরসূরি কে হবেন—এবার তারই অপেক্ষা। সবশেষ পাওয়া জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী জোহরান মামদানি একজন মুসলিম আমেরিকান। তিনি রাজ্য আইনসভায় কুইন্সের প্রতিনিধিত্ব করেন। 

মামদানি প্রাক্তন গভর্নর এবং যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুওমোর চেয়ে এগিয়ে আছেন। 
ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো।

গত ২৩ থেকে ২৭ অক্টোবর কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে মামদানি ৪৩ শতাংশ ভোট পেয়েছেন। পরবর্তী স্থানে যাথাক্রমে কুওমো ৩৩ শতাংশ এবং স্লিওয়া ১৪ শতাংশ ভোট পেয়েছেন।

এদিকে মামদানির জয়ের আভাসে ট্রাম্প শহর থেকে কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার হুমকি দিয়েছেন। জীবনযাত্রার ব্যয়, অপরাধ এবং প্রতিটি প্রার্থী কীভাবে ট্রাম্পকে মোকাবেলা করবেন, তা নিয়ে প্রতিযোগিতা চলছে এখন। 

এগিয়ে থাকা জোহরান মামদানিকে 'কমিউনিস্ট' বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

মামদানির অপ্রত্যাশিত আবির্ভাবের কারণ হলো তরুণ নিউইয়র্কবাসী। তরুণরা তার পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রায় ৯০ হাজার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তার পক্ষে কাজ করেছে।

মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রোববার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। 

নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি একদিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তাছাড়া, এদিন ৩৫ বছরের কম বয়সি ভোটারদের উপস্থিতিও বেশি ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি