ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুরোহিত উদ্ধার

প্রকাশিত : ১০:২২, ১২ জুন ২০১৬ | আপডেট: ১০:২২, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লালমনিরহাটের মোঘলহাট থেকে উদ্ধার হয়েছেন রংপুরের পীরগঞ্জের পুরোহিত উত্তম কুমারকে। ঘটনার মূল পরিকল্পনাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে পুরোহিত অপহরণ ও উদ্ধারের বিস্তারিত সাংবাদিকদের জানান। শুক্রবার পুরোহিত উত্তম কুমারকে মোবাইল ফোনে গাইবান্ধা শহরের কালিবাড়িতে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে উত্তমকে লালমনিরহাটের মোগলহাটে আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আনোয়ার। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে উত্তমকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে আনোয়ার হোসেনকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি