ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

নিজ বাড়ির সামনে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ৩০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামে বিএনপি'র এক কর্মীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। 

মৃত মিজানুর রহমান সর্দার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে। 

স্থানীয়রা জানান, মিজানুর বেনাপোল চেকপোস্টে একটি কসাইয়ের দোকানে গরু কাটার কাজ করেন। প্রতিদিন সে ভোরে উঠে ওই কাজে যায়। আজও তার কসাইয়ের দোকানে কাজ করতে যাওয়ার কথা ছিল। জানা মতে, এলাকায় কারো সাথে তার কোন ঝগড়া বিবাদ ছিল না। সে সবার সাথে মিলে মিশে থাকতো। সকালে ঘুম থেকে উঠে শুনি কে বা কারা বাড়ির গেটের সামনে তাকে গলা কেটে হত্যা করে রেখে গেছে। 

নিহতের ভাই খায়রুল ইসলাম জানান, আমার ভাইর সাথে কারো কোন শত্রুতা ছিল না। সে একটা কসাইয়ের দোকানে কাজ করে। প্রতিদিন মতো আজও কাজে যাওয়ার কথা ছিল। রাত পৌনে তিনটার কে বা কারা তাকে ফোনে কল দিয়ে ডাকলে ভাই তার কাজে ব্যবহৃত ছুরি নিয়ে বাহিরে বের হন। পরে  দেখি কে বা কারা গেটের ভেতরে তাকে গলা কেটে হত্যা করে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,  দুর্বৃত্তরা তাকে কেন গলা কেটে হত্যা করেছে। এটা তদন্ত না করে কোন কিছু বলা সম্ভব না। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। 

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি