ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নিজস্ব সম্পদের ব্যবহারে দেশকে এগিয়ে নিতে হবেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:২৩, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:২৩, ৬ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে হাত পেতে নয় নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। পাটকে কৃষিজাত পন্য হিসেবেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে এরশাদ ও বিএনপি-জামাত সরকার পাট শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে। বন্ধ করে দিয়েছে একের পর এক পাটকল। বাংলাদেশের পাট পণ্যকে আরো উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। এজন্য সরকারের নানা পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এর আগে, পাটজাত মোড়কের ব্যবহার উৎসাহিত করতে ১১ ক্যাটাগরিতে ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি