নিজেকে যোগ্য করে তুলতে সংগঠন করা উচিত
প্রকাশিত : ২০:৩৩, ২৬ এপ্রিল ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ বলেন, নিজেকে যোগ্য করে তুলতে না পারলে প্রতিক্ষেত্রে বাঁধার সম্মুখীন হতে হয়। আর এ জন্য শিক্ষার্থীদেরকে সংগঠন করা উচিত। কেননা সংগঠনের মধ্য দিয়ে নেতৃত্ব ফোটে উঠে। নিজেকে যোগ্য করে তোলার জন্যই মূলত সংগঠন করা উচিত।
তিনি বলেন, সংগঠনের পাশাপাশি ভাষা ও টেকনোলজির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে কেননা যথার্থ দক্ষ লোকের অভাবে আমরা অনেক দূর পিছিয়ে যাচ্ছে তরুণ সম্প্রদায়। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের হল রুমে চট্টগ্রামস্থ শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ এবং প্রবীনদের বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও একই বিভাগের প্রভাষক এন.এম. ইসতিয়াক চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর।
এছাড়াও চট্রগ্রাম সমিতি, কুমিল্লার নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেআই/
আরও পড়ুন