ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

৩৮তম বিসিএস

‘নিজের ওপর বিশ্বাস রাখতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আর মাত্র  দুদিন বাকী। দেশের প্রায় সাড়ে তিন লাখ চাকরি প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।  এই দুদিনকে সামনে রেখে পরীক্ষার জন্য  এবং পরীক্ষার হলে কি করণীয় এ বিষয়ে  গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ ইমরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন। তার পরামর্শগুলো একুশে টেলিভিশন অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১) এ অল্প সময়ে বিস্তারিত পড়ার যেহেতু সময় নেই তাই বিস্তারিত না পড়ে আগের পড়াগুলো ভালোভাবে রিভাইস দিন।

২) এ সময়ে শুধু প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে যান।

৩) শেষ সময়ে মানসিকভাবে ভেঙ্গে পড়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।

৪) প্রশ্নপত্র পাওয়ার পর ভালো করে দেখে নিন এবং সেট কোডটি ভালোভাবে পুরন করুন।

৫) নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই।

৬) আমি পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারি না, আমাকে দিয়ে হবে না, আমি পারব না  এবং আমি সবচেয়ে কম প্রস্তুতি নিয়েছি এ সব চিন্তধারা মাথা থেকে বাদ দিতে হবে।

৭) এক প্রশ্নের উত্তরের জায়গায় অন্য প্রশ্নের উত্তরপত্রের বৃত্ত বরাট করা যাবে না।

৮) প্রশ্নের সিরিয়াল অনুযায়ী বৃত্ত ভরাট শুরু করুন।

৯) দাগানোর সময় যে প্রশ্নের উত্তর দিচ্ছেন তা ছোট করে মার্ক করে রাখুন। এতে পুনরায় রিভাইস দেওয়া সময় আপনার জন্য সুবিধা হবে।

১০) এ অল্প কয়েকদিনে যেহেতু গণিত বিস্তারিত করার সুযোগ নেই তাই সূত্রগুলো ভালোভাবে দেখে যান। এতে আপনার আত্মবিশ্বাসের লেভেল বৃদ্ধি পাবে।

১১) মোবাইল, ক্যালকুলের, ঘড়ি এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে যাবেন না।

১২)আপনাদের যে বিষয়গুলো একটু কঠিন মনে হবে সে বিষয়গুলো ভালোভাবে পড়ে যান ।

 

এম/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি