ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

নিম্নচাপ: হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ৩ নম্বর সতর্কতা সঙ্কেত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখতে বলা হয়েছে ,সে সঙ্গে সকল প্রকার মাছ ধরার ট্রলারকে উপকূলীয় এলাকায় নিরাপদে থাকতে বলা হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে হাতিয়া কোস্টগার্ডের কর্মকর্তারা। বর্তমানে মেঘনায় পানির উচ্চতা রয়েছে এক থেকে দুই ফুট পর্যন্ত। 

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী বলেন, “রোববার সকালে মেঘনায় অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সতর্কতা হিসেবে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাইকিং করে নদীতে মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।”

স্থানীয়ভাবে জেলেদের পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত সর্তকতার সহিত নদীতে মাছ ধরতে মাইকিং করছে নৌপুলিশ-কোস্টগার্ডর। এর আগে একই দিন সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি