নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন জাতিসংঘ মহাসচিব
প্রকাশিত : ১৪:৩৬, ২৭ আগস্ট ২০২১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, গুতেরেস আগামী সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফান্স, রাশিয়া ও চীনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তারা আরো বলেন, তথাকথিত পি-৫ দেশের কিছু সদস্য দেশ কয়েকদিন ধরে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছে।
এক কূটনীতিক জানান, এ ব্যাপারে রাশিয়া তেমন কিছু না বললেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যে দেশের সকলে বৈঠকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
গুতেরেসের এক মুখপাত্র বৈঠকের খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী ১০ সদস্য দেশকে এ বৈঠকে অন্তর্ভূক্ত করা হবে না।
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দ্রুত দখল করে নেয়ার এক দিন পর ১৬ আগস্ট দেশটির বিষয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিষদ সর্বশেষ বৈঠক করে।
আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ প্রস্তাব নিয়ে ব্রিটেন ও ফান্স কাজ করার পর সোমবারের এ বৈঠক ডাকা হয়।
এসএ/
আরও পড়ুন