ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশনের প্রশংসা করলেন জার্মান রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এটি শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তা প্রশংসনীয় এবং বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসাবে এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাতারে ফিরে আসবে, যা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাদের প্রতি শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি