ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার আমার নেই’

প্রকাশিত : ১৫:১৬, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৪, ১৩ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার আমার নেই।’

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্তরিকতায় ডাকসু নির্বাচন শেষ হয়েছে। তাদের সবার যে কর্মপ্রয়াস, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রমের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার আমার নেই।’

পাঁচ প্যানেলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রশ্ন করলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, একাডেমিক কার্যক্রম চলছে। কেউ বিশৃঙ্খলা করার প্রয়াস নিলে সহ্য করা হবে না। অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি