নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত : প্রেস সচিব
প্রকাশিত : ২২:৫২, ৬ জানুয়ারি ২০২৬
আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, ‘নির্বাচনের মাত্র ৩৭ দিন বাকি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যারা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, ‘সিকিউরিটি ফোর্স—পুলিশ, মিলিটারি ও বিজিপি—আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্প্রতি দেশে তিনটি বড় ইভেন্ট—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বৃহৎ জনসমাগমসহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের এত বড় ইভেন্ট একই সময়ে বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি এবং আমাদের নিরাপত্তা বাহিনী এগুলো সুচারুভাবে পরিচালনা করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে অবজারভার পাঠায় না, তাই অভ্যন্তরীণভাবে সব প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।’
তিনি বলেন, পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে শেষ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ মানুষ নির্বাচনে সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
প্রেস সচিব বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে। গণভোটের পক্ষে প্রচারণা চালাতে ১০টি ক্যারাভান বিভিন্ন স্থানে যাচ্ছে। আগামীতে আরও ২০টি ক্যারাভান বাড়ানো হবে। পর্যায়ক্রমে ৪৯৫টি উপজেলাতেই প্রচারণার গাড়ি যাবে।
শফিকুল আলম বলেন, মঙ্গলবার ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেছেন। এই সময় ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সারাদেশের মসজিদের ইমামদের প্রচারণা চালানোর আহ্ববান জানানো হয়েছে। মসজিদ মকতবের পাশাপাশি অন্যান্য ধর্মভিত্তিক প্রতিষ্ঠানেও হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা সৃষ্টি করা হবে।
এমআর//
আরও পড়ুন










