ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নির্মাতা রনির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১৭ ডিসেম্বর ২০১৭

নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পাচ্ছেন নির্মাতা শামীম আহমেদ রনি। ‘রংবাজ’ চলচ্চিত্র নির্মাণের সময় পরিচালক সমিতি থেকে দেওয়া নিষেধাজ্ঞা এবার তুলে নেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন রনি। পরিচালক সমিতি থেকে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্তভাবে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।  

 শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে রনি জানান, ‘৭ মাস পর চলচ্চিত্র পরিচালক সমিতি আমার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি চলচ্চিত্র পরিচালক সমিতি’কে। আমাকে আমার ঘরে ফিরিয়ে নেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তাদের জন্য যারা আমার পাশে সবসময় ছিলেন, এই খারাপ সময়টাতে যারা আমাকে প্রতিমুহুর্তে প্রেরণা দিয়েছেন। বিজয়ের মাসে বিজয়ের দিনে এই পাওয়া আনন্দের। এই ফিরে পাওয়া গৌরবের। এই ফিরে আসা আগামীর নতুন স্বপ্নের…

তিনি আরো উল্লেখ করেন, ভুল শুধরে এগিয়ে যেতে চাই বহুদূর । সিনেমা আমার জীবন সিনেমা আমার অক্সিজেন। অনেকদিন পর আজ বুক ভরে শ্বাস নিতে পারছি। জয় হোক বাংলাদেশের চলচ্চিত্রের।   

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার  বলেন, নির্বাহী কমিটির সভায় আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি শামীম আহমেদ রনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ৩০ ডিসেম্বর জেনারেল কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত অনুমোদিত হবে আশা করছি।’ 

/ এআর /

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি