ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

চেক প্রজাতন্ত্রে খনি বিস্ফোরণ

নিহতের সংখ্যা বেড়ে ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩১, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। বৃহস্পতিবার বিকেলে কারভিনা শহরের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির ৮০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটে।

কোম্পানিটির পক্ষ থেকে ঘটনার দিন পাঁচজন নিহত হওয়ার খবর দেয়। কিন্তু পরে বেশ কয়েকজনের অবস্থার অবনতি ঘটলে নিহতের সংখ্যা বেড়ে যায়।

ওকেডি খনি কোম্পানির মুখপাত্র ইভো চেকোভস্কি জানান, নিহতদের মধ্যে ১১ জন পোল্যান্ডের নাগরিক। বাকি দুজন চেক প্রজাতন্ত্রের।

এ ঘটনায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি