ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নীলফামারীর সুমনের খোঁজ ১ মাসেও মেলেনি, উৎকন্ঠায় স্বজনরা

প্রকাশিত : ১০:১৮, ১১ জুন ২০১৬ | আপডেট: ১৩:৩৭, ১১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

এক মাসের বেশি সময় পরও খোঁজ মেলেনি নীলফামারীর জলঢাকা থেকে নিখোঁজ ব্যবসায়ী আরিফুজ্জামান সুমনের। তাকে ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। থানায় মামলা হলেও কোনো সূত্র এখনো পায়নি পুলিশ। তবে তাদের দাবি, সুমনের সন্ধানে সব রকম চেষ্টা চলছে। বাবার ছবি নিয়ে কান্না অবুঝ শিশুটির। ব্যাকুল হয়ে আছেন মা। আর স্বামীর অনুপস্থিতিতে সন্তানদের নিয়ে চোখে অন্ধকার দেখছেন স্ত্রী ফাতেমা আখতার। গেল ৫ মে ডিমলার খড়িবাড়ি গ্রামের বাড়ি থেকে ইসলামী ব্যাংক জলঢাকা শাখায় টাকা ওঠাতে গিয়েছিলেন ব্যবসায়ী সুমন। তারপর আর ফিরে আসেননি তিনি। প্রতিবেশীরা বলছেন, সুমন পরোপকারী। তার কোনো শত্র“ থাকার কথা নয়। ১২ মে সুমনের ভাই বাদী হয়ে থানায় অপহরণ মামলা করলেও কোন অগ্রগতি নেই। তবে পুলিশ বলছে, সুমনকে উদ্ধারে চেষ্টা চলছে। সুমন ফিরে আসার প্রতীক্ষায় স্বজন ও প্রতিবেশীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি