ঢাকা, রবিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলের দরবারের ঘটনায় পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ী গেয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় পুলিশ বাদী মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই জন আওয়ামী লীগ নেতা রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ দেওয়ানপাড়া আফজাল সরদারের ছেলে শাফিন সরদার, মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাসুদ মৃধা, উজানচরের লাল মিয়া মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক  হিরু মৃধা, দেওয়ানপাড়া মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি ও ৭নং ওয়ার্ডের কাজীপাড়া কাজী আরিফের ছেলে  কাজী অপু।

গত রাতে গোয়ালন্দ থানা ও ডিবি পুলিশের অভিযানে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

তবে নুরাল পাগলের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। অগ্নিসংযোগ ও হামলা ভাংচুর হওয়া বাড়িটি পুলিশের পাহারায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে নুরাল পাগল মৃত্যুবরণ করলে তাকে গোয়ালন্দে তার নিজ বাড়িতে কাবা শরিফের আদলে করা স্থানে কাঠের কফিনে করে দাফন করা হয়। সেই থেকেই রাজবাড়ীর তৌহিদী জনতার রোষাণলে গত শুক্রবার জুম্মার নামাজের পর হামলা ও ভাংচুর করে তার লাশ কবর থেকে তুলে প্রধান সড়কে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এসময়  দরবার ও বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি