ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নেতানিয়াহু ও বিন সালমানের বৈঠক নিয়ে তোড়জোড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৯, ১৩ জানুয়ারি ২০১৯

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাক্ষাৎ আয়োজনের জন্য ব্যাপক তোড়জোড় চলছে বলে খবর দিয়েছে মিশরের একাধিক কূটনৈতিক সূত্র।

সূত্রগুলো বলেছে, এ লক্ষ্যে কয়েকটি আরব দেশ এবং আমেরিকা ও ইসরাইলের প্রতিনিধিরা কায়রোয় ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্রগুলো খালিজ অনলাইনকে জানিয়েছে, মিশর, সৌদি আরব, আমেরিকা ও ইসরাইলি কর্মকর্তারা গত ২৫ দিনে কায়রোয় অন্তত তিনটি বৈঠক করেছেন।

নেতানিয়াহু ও মোহাম্মাদ বিন সালমানের মধ্যে সম্ভাব্য সাক্ষাতের খুটিনাটি নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে। 

সৌদি আরবের প্রবল আগ্রহের কারণে এই সাক্ষাতের আয়োজন করা হচ্ছে বলেও মিশরীয় সূত্রগুলো জানিয়েছে।

খালিজ অনলাইনকে দেওয়া এক বিবৃতিতে সূত্রগুলো বলেছে, দখলদার ইসরাইলের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়ার জন্য রিয়াদের পক্ষ থেকে রাষ্ট্রীয় অনুরাগ প্রদর্শন করা হচ্ছে। ইসরাইলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক স্থাপন করতে চায় সৌদি আরব।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি