ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

নেত্রকোনার সোমেশ্বরী নদীর উপর সেতু না থাকায় দুর্ভোগের সীমা নেই

প্রকাশিত : ১৬:২৭, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সোমেশ্বরীর উপর সেতু না থাকায় দুর্ভোগের সীমা নেই নেত্রকোনার দুর্গাপুরের মানুষের। পারাপারের জন্য একটি নৌকাই একমাত্র ভরসা। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় দুরদুরান্ত থেকে আসা পর্যটকসহ স্থানীয়দের। তাই অবিলম্বে সেতু নির্মানের দাবী তার্দেধসঢ়;। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ী নদী সোমেশ্বরী। নদীর ওপারে কুল্লাগড়া ইউনিয়নে লক্ষাধিক মানুষের বাস। এ ইউনিয়নে হাইস্কুল ও কলেজ না থাকায় নদী পার হয়ে দুর্গাপুরে যেতে হয় শিক্ষার্থীদের। সেতু না থাকায় একটি মাত্র নৌকাই ভরসা তাদের। তাই ভোগন্তির শেষ নেই। নদীর ওপারে রয়েছে সাদা মাটির পাহাড়, বিজয়পুর ক্যাম্প, রাশিমণি সৃতিসৌধ, রাণী খং মিশনসহ আকর্ষণীয় স্থান। নদী পার হয়ে এসব স্থানে যেতে বিড়ম্বনায় পড়েন দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা। অর্থ বরাদ্দ পাওয়ার আশা রেখে সেতু নির্মাণের আশ্বাস দিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত সেতু নির্মাণ করে অবহেলিত সীমান্তবর্তী এ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যবস্খা নেবে সরকার - এমনটিই প্রত্যাশা স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি