ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে বাতিল হলো গত ৪৫ বছরের হাতে লেখা পদ্ধতি।

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বিষ্ণু প্রসাদ পডেল সোমবার এই নতুন পদ্ধতির উদ্বোধন করেন।

অভিবাসন দপ্তরের সমন্বিত তথ্য পদ্ধতির আওতায় ডিজিটালি এই ভিসা তৈরি করা হবে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এদিকে অভিবাসন দপ্তর এক বিবৃতিতে বলেছে, ডিজিটাল পদ্ধতির কারণে ভিসার নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরো দৃঢ় হবে।

এছাড়া ডিজিটাল পদ্ধতির কারণে ভবিষ্যতে ই ভিসা ইস্যু করারও পথ তৈরি হয়েছে বলে অভিবাসন দপ্তরের কর্মকর্তা ঝংকানাথ দাকাল জানান।

উদ্বোধনী দিনে বিদেশীদের জন্য দেড়শ’রও বেশি ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। একজন পর্তুগীজ প্রথম এ ধরনের ভিসা গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নতুন পদ্ধতির ভিসা উদ্বোধনকালে পডেল বলেছেন, এটি নেপালী ভিসাকে আরো বিশ্বাসযোগ্য করবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি