ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নোবিপ্রবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:২৬, ২০ জানুয়ারি ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের কার্যক্রম, শিক্ষা সচেতনা বৃদ্ধিতে প্রতিবছর নবীনদের বরণ এবং বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।      

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মোঃ মহসীন, পিবিআই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বসুদত্ত চাকমা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. গাজী মোহাম্মদ মহসিন বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আদিবাসী ও বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে সরকার। যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।”

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি