ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নোবিপ্রবির ছয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৩০ অক্টোবর ২০১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের সামনে এ ফলাফল প্রকাশ করেন।

এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে এ ইউনিটে ৮০ দশমিক ৬০ শতাংশ, বি ইউনিটে ৯০ দশমিক ৭১ শতাংশ, সি ইউনিটে ৭৮ দশমিক ৮৪ শতাংশ, ডি ইউনিটে ৬৪ দশমিক ২৫ শতাংশ, ই ইউনিটে ৬০ দশমিক ৬৫ শতাংশ এবং এফ ইউনিটে ৪২ দশমিক ২৪ শতাংশ। প্রসঙ্গত, এবার ছয় ইউনিটের অধীনে ৩০টি বিভাগে সর্বমোট ১ হাজার ৩২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, এ ইউনিটে ভর্তি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার ১৮৭, বি ইউনিটে ১৮৫, সি ইউনিটে ১৮৩, ডি ইউনিটের বিজ্ঞানে ১৮৩, ডি ইউনিটের ব্যাবসায় ১৮২ দশমিক ১২, ডি ইউনিটের মানবিকে ১৮০ দশমিক ০৪, ই ইউনিটে ১৮৭ এবং এফ ইউনিটে ১৮৬ পেয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি