ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সকল শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানদের অংশগ্রহনে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ জুলাই) কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকটির ১৯৯টি শাখা’র ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে চলতি বছরের জুন পর্যন্ত কার্যক্রম পর্যালোচনা এবং ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসার, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায় এবং লক্ষমাত্রা অর্জনে সম্মিলিত এবং নিরলসভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ওয়াসিফ আলী খান ও এম এ ওয়াদুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এএসএম বুলবুল, শাহ্ সৈয়দ আব্দুল বারী ও সৈয়দ রইস উদ্দিন।সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে উক্ত সম্মেলন শেষ হয়।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি