ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

নড়াইলে চার মাদকবিক্রেতাসহ আটক ৩৯

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৯, ২৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলে চার মাদকবিক্রেতাসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে শহরের কুড়িগ্রামের কামরুল শেখের (২৮) কাছ থেকে ৯০ পিস ইয়াবা, নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ১২পিস ইয়াবাসহ রেজাউল হোসেনকে(৬০), লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের আতর শেখ (৩৫) এবং চরদৌলতপুরের চুন্নু ফকিরের (৩০) কাছ থেকে পাঁচ পিস করে ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকবিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত নড়াইল গড়তে সবার সহযোগিতা চাই। আপনাদের দেওয়া তথ্য গোপন রেখে মাদকবিক্রেতা ও মাদকসেবীদের আইনের আওতায় আনা হবে। মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি